
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রবিবার গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুরের মধুপুর এলাকা। চলল তিন থেকে চার রাউন্ড গুলি। সংঘর্ষের সময় বোমাবাজিরও অভিযোগ উঠেছে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধেবেলা বহরমপুরের মধুপুর এলাকার বাবুলবোনা ক্লাবে বসে আড্ডা মারছিলেন স্থানীয় ক্লাব সদস্যরা। হঠাৎই এলাকার কিছু যুবক ক্লাবের সামনে এসে চিৎকার, চেঁচামেচি এবং গালিগালাজ করতে থাকে। তখন ক্লাব সদস্যরা ওই যুবকদের বাধা দিতেই তারা হুমকি দিয়ে ফিরে যায়।
অভিযোগ এর কিছুক্ষণ পর আবারও বহিরাগত কিছু ছেলেকে নিয়ে ক্লাব চত্বরে ফিরে আসে ওই দুষ্কৃতী দল। এরপর হঠাৎই তারা দেশি বন্দুক বের করে তিন থেকে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পাশাপাশি বন্দুকের বাট এবং সামনে রাখা স্ট্যান্ড ফ্যান তুলে মারধর করা হয় ক্লাব সদস্যদের।
গুরুতর আহত অবস্থায় চারজন ক্লাব সদস্যকে স্থানীয়দের তৎপরতায় নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। মিঠু জৈন নামে এক ক্লাব সদস্য জানিয়েছেন, 'সন্ধ্যাবেলা আমরা ক্লাবের সামনে বসে যখন গল্প করছিলাম, তখনই পাড়ার কিছু ছেলে ক্লাবের সামনে এসে গালিগালাজ করতে থাকে। আমরা বারণ করায় তারা সাময়িকভাবে ফিরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই বহিরাগত আরও কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে ওই যুবকরা আমাদের উপর এসে চড়াও হয়।'
তিনি আরও বলেন, 'আমরা কিছু বুঝে ওঠার আগেই চালানো হয় গুলি। তারপর স্ট্যান্ড ফ্যান এবং বন্দুকের বাট দিয়ে মেরে আমাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তবে কীসের কারণে এই আক্রমণ তা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। দুষ্কৃতীরা এই অস্ত্রই বা পেল কোথায় তাও আমাদের জানা নেই। ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে সমস্ত বিষয়টি জানিয়েছি।'
এই ঘটনার নিন্দা করে বহরমপুর টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই ঘোষ বলেন, 'যেকোনও হামলার ঘটনায় নিন্দাজনক। এই ঘটনায় যারা প্রত্যক্ষভাবে দোষী, তারা যাতে শাস্তি পায় প্রশাসনের কাছে সেই আবেদনই করব।' তবে এভাবে বহরমপুর শহরের বুকে প্রকাশ্যে গুলিগোলা চলায় এবং দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
'স্ট্রং ম্যান' হুমায়ুন, বহরমপুরে রুদ্ধদ্বার বৈঠকে মুর্শিদাবাদে ১০ জনের বিশেষ কমিটি গঠনের নির্দেশ মমতার
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে